Thursday, 29 January 2026, 05:22 PM

বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের...

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ 

আমি র্দীঘ বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করেছি। তিন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সুখে দুখে মানুষদের সেবা করেছি। আমি মানুষদের কথা বুঝি,তাদের চাওয়া পাওয়া সবই আমার জানা। আমি স্বাধীনতার পর থেকে জাতীয়তাবাদী দলের জেলা সভাপতি হয়ে নেতা কর্মীদের সাথে যোগাযোগ বজায় রেখেছি। তাদের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম। এমনকি সৈয়দপুর উপজেলাটি শিক্ষানগরী হিসেবে গড়ে তুলেছি। আমার হাত দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানে অনেকেই লেখা পড়ে করে সরকারী-বেসরকারী বড় বড় পদে চাকুরী পেয়েছেন। আমি কিশোরগঞ্জ উপজেলাও একটি মডেল উপজেলা ও আধুনিক শিক্ষানগরী উপজেলা হিসেবে করতে চাই যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এসব প্রতিশ্রæতি মুলক বক্তব্য রাখেন নীলফামারীর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সোমবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরও বলেন,আমার শেষ বয়সে কোন চাওয়া-পাওয়া নাই। আল্লাহ আমাকে সবই দিয়েছে। আমার ছেলে চাকুরী করেন, আর এক ছেলে ব্যবসা করেন। তাই আমার কোন চাওয়া নেই। শেষ বয়সে আপনাদের খাদেম হয়ে উন্নয়ন মুলক কিছু কাজ করে রেখে দিতে চাই।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারন সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির,নয়াদিগন্তর পত্রিকার সংবাদদাতা শাহজাহান সিরাজ,

খোলা কাগজের প্রতিনিধি মাফি মহিউদ্দিন,

ইত্তেফাক উপজেলা সংবাদদাতা শামীম হোসেন বাবু, দৈনিক জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন, আজকের পত্রিকার প্রতিনিধি সিএসএম তপন,মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি বিপিএম জয়,দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম,জনবানী পত্রিকার প্রতিনিধি রাশেদ নিজাম,ডেসটিনি পত্রিকার প্রতিনিধি মোরছালিন,আলোকিত সকালের প্রতিনিধি আদর আলী ,ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মিল্লাত হোসেন সহ আরও অনেকে।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P