Sunday, 09 March 2025, 09:03 PM

বিজিবিতে আবেদনের সময় বাড়ল, অসামরিক পদ ১৯৬

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) অসামরিক পদে জনবল নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ১৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট। তবে বর্তমানে আগ্রহী প্রার্থীরা ২৪ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ইমাম/আরটি

পদসংখ্যা: ৩

যোগ্যতা: ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অন্যূন জিপিএ–৩–সহ এসএসসি বা সমমান পাস। ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P