নিজেস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২০ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৬ ডিসেম্বর, ২০২০ইং বুধবার, সকাল ১০টায় উত্তরা পাবলিক লাইব্রেরি, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল -মাহমুদ বীর প্রতিক ও বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান প্রিন্সিপাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল উপদেষ্টা, উত্তরা পাবলিক লাইব্রেরি এবং সভাপতি মাহমুদ সাজ্জাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা উত্তরা পাবলিক লাইব্রেরি।
শুরুতে অতিথিগণ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন যা উপস্থিত ছাত্র-ছাত্রী ও গার্ডিয়ান-এর মধ্যে বই পড়া নিয়ে আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একজন বীরপ্রতীক। ওনার ততকালীন মুক্তিযুদ্ধ বিষয়ের কালের সাক্ষী বক্তব্যে সবাই মুহিত হন। মনে হয় বিজয়ের আনন্দটা সবাই মুহূর্তে ভাগ করে ফেললো এবং প্রকৃত ইতিহাস সংক্ষেপে সবার জানা হয়ে গেল।
এরপর শুরু হলো বিজয়ের লেখা নিয়ে নির্বাচিত লেখার পুরুস্কার বিতরণ। শুরুতেই শিশুদের অঙ্কন প্রতিযোগীতায় পুরুস্কার বিতরণ, পরবর্তীতে ৫ম-৮ম ‘আমাদের বিজয় আমাদের আনন্দ’, ৯ম-১০ম ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, একাদশ-দ্বাদশ ‘মুজিব শতবর্ষের বিজয় দিবস’ এবং সর্বসাধারণ- ‘বিজয় দিবসের পটভূমি ও তাৎপর্য’
কবি, সম্পাদক ও কলামিস্ট মাহফুজার রহমান ছিলেন একজন সর্বসাধারণ প্রতিযোগী তাই প্রধাণ অথিতি ও বিশেষ অথিতীগণের হাত থেকে পুরুস্কার হিসেবে সনদ ও বই গ্রহণ করেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ তারেকুজ্জামান খান প্রতিষ্টাতা ও সভাপতি , উত্তরা পাবলিক লাইব্রেরি, আয়োজনে ছিলেন উত্তরা পাবলিক লাইব্রেরি এবং সহযোগিতায় ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরা, ঢাকা- ১২৩০।