Thursday, 26 December 2024, 10:11 PM

বিনামুল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: সিরাজগঞ্জের সলংগা থানার ডাক বাংলো চত্বরে গতকাল শুক্রবার বিনামুল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিশু হাসপাতালের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা শিশু হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আব্দুল আজিজ এর নেতেৃত্বে ১০সদস্যর বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পত্র প্রদান করেন। দিনব্যাপি বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সার্জারী বিভাগের চিকিৎসক মোঃ মনিরুজ্জামান,

মেডিসিন বিশেষজ্ঞ ইউসুফ আলী, সার্জারী চিকিৎসক আসিফ মাহমুদ, ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ গজেন্দ্র নাথ মাহাতো, আমিরুল ইসলাম, তানভীর খান, মেজবা উদ্দিন, রেজাউল করিম প্রমুখ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭শ’ বিভিন্ন রোগের রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এটিএম লুৎফর রহমান, ঘুরকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান খান, মোঃ আতাউর রহমান প্রমুখ।