Friday, 05 December 2025, 02:10 PM

বিসিএস ক্যাডার হতে চায় সলঙ্গার সজিব

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সলঙ্গা ডিগ্রী কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সদস্য,একটি মানবিক সংগঠন "স্বপ্ন সিরাজগঞ্জ" শাখার সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার সাধারন সম্পাদক, বিভিন্ন মানব সেবামুলক কাজের সহযোগী,সলঙ্গা বাজার কদমতলার সুপরিচিত গ্রাম ডাক্তার কে.এম জাহিদুল ইসলাম ও মা শাহনাজ পারভীনের সুযোগ্য পুত্র ও মেধাবী ছাত্র কে.এম সজিবুল ইসলাম (সজিব) সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।


সলঙ্গা ডিগ্রী কলেজ হতে এবারের  এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন প্লাস),সর্বোচ্চ ১২০০ নম্বর অর্জন করে কলেজ সেরা সেরা হওয়ায় সে অত্যন্ত খুশি।সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মেধাবী ছাত্র সজিব।ইতিপুর্বের প্রাথমিক সমাপনী,জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও জিপিএ- ৫ অর্জন করেছিল।   তার এমন সাফল্যে তার পরিবার ও শিক্ষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।


সজিবের এ অসামান্য কৃতিত্বের জন্য বাবা-মা,কলেজের শিক্ষকমন্ডলী সহ অন্যান্যদের কাছে চির কৃতজ্ঞ। উচ্চ শিক্ষা গ্রহন করে ভবিষ্যতে সে (বিসিএস ক্যাডার) প্রশাসনিক কর্মকর্তা হতে চায়।তাই সে সকলের কাছে দোয়া প্রার্থী। তার এ সাফল্য আগামী প্রজন্মের জন্য হোক অনুপ্রেরণার উৎস।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P