কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিশিষ্ট ঠিকাদার ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের চাচা প্রয়াত মকছুদার রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধায় মাগুড়া বাসষ্ট্যান্ডে মেরিনা-আসাদ যুব ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল আহসান রমি, ইঞ্জিনিয়ার মোহাইমিনুল ইসলাম মেরিন,সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টিও নেতা মোজাহার হোসেন,ডাঃ আরিফুর রহমান রাজা, জাতীয় শ্রমিক পাটি মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি শামিম রেজাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কাজী নুরুল মতিন।