বিডি নীয়ালা নিউজ(১৭জানুয়ারি১৬)- স্পেশাল প্রতিনিধিঃ যে যত বড় তারকাই হন না কেন, সৃষ্টিকর্তার কাছে সবাই সমান। পৃথিবীতে হয়তো কেউ আছে উচ্চ পর্যায়ে কেউবা নিম্ন কিন্তু মৃত্যুর পর সব মানুষই দাঁড়িয়ে যাবেন এক কাতারে। এখানে গণ্য হবে না কে ছিল তারকা, কে সাধারণ। এ কথা সবারই জানা। বিশ্বের বিভিন্ন বড় জমায়েতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন তারকারাও, যাদের নিজের ধর্মের প্রতি আছে অগাধ বিশ্বাস।
হাবিব ওয়াহিদ,শাকিব খান এবং মিশা সওদাগর,তিনজনই তিনজনের জায়গায় প্রতিষ্ঠিত। একনামেই সবাই চেনে তাদের। নিজেদের গুণের পাশাপাশি স্রষ্টার প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং নিয়মিত তাঁর প্রার্থনায় নিজেদের উজাড় করে দেওয়ার জন্যও আছে তাদের সুখ্যাতি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্ব ইজতেমার দ্বিতীয় আসরে উপস্থিত হয়েছিলেন এই তিনজন। সেখানে গিয়ে তারা একসঙ্গে নামাজ আদায় করেছেন এবং অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে।