Friday, 11 April 2025, 01:11 AM

বিশ্বের ৮০ দেশে ছড়ালো করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট :  বিশ্বের ৮০টি দেশে ছড়ালো প্রাণঘাতী কোভিড নাইনটিনের। ২৪ ঘণ্টায় নতুন করে কমপক্ষে ২৭ প্রাণহানির পর, চীনের বাইরে ভাইরাসটির সংক্রমণে মৃতের সর্বোচ্চ সংখ্যা এখন ইতালিতে। এ পর্যন্ত মোট ৭৯ জনের প্রাণ গেছে দেশটিতে।

ইরানেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। দেশটিতে ২৩ পার্লামেন্ট সদস্যসহ আক্রান্ত ২৩শ’র বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মারা গেছে নয়জন। মঙ্গলবারই মৃত্যু হয়েছে তিনজনের।

প্রাণহানি তুলনামূলক কম হলেও চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়; পাঁচ হাজারের বেশি। চীন ছাড়া ৭৯ দেশে এখন পর্যন্ত মারা গেছেন ২২৩ জন। আক্রান্ত প্রায় ১৩ হাজার। তবে চীনে কমেছে প্রকোপ। চীনসহ সবমিলিয়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজার ১৬৮; আক্রান্ত ৯৩ হাজার। ছোঁয়াচে ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যকর্মীদের মাস্ক আর গগোলসে ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় ভাইরাসের প্রকোপ যেকোনো মুহূর্তে আরও বেড়ে যেতে পারে বলে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P