খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- বিয়ের প্রায় ১৮ বছর পর এক সাথে তিনসন্তানের জননী হলেন খুলনা জেলার পাইকগাছা থানার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের গুরুদাস সরকারের স্ত্রী। শুক্রবার রাত ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজিরিয়ানেল মাধ্যমে একই সাথে একে একে ফুটফুটে তিন পুত্র সন্তান প্রসাব করেন গৃহবধূ ৷বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় মা ও তিন সন্তান সুস্থ রয়েছে যাহা নিশ্চিত করেছে শিশুদের পিতা গুরুদাশ সরকার৷তবে শিশু তিনটির নাম এখনও রাখা হয়নি বলে বলে জানিয়েছেন শিশুদের পিতা৷বাড়িতে আসলে তাদের নাম রাখা হবে বলে জানান৷সদ্য জম্ম নেওয়া শিশু সন্তান ও স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান শিশুর পিতা গুরুদাশ সরকার৷