Thursday, 29 January 2026, 09:20 PM

বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় ৮১জন শিক্ষার্থীর হাতে কুরআন মাজিদের প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০ টায় মুহতামিম মুফতি মাওঃ তৌফিকুল ইসলাম খানের পরিচালনায় ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার।দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন,অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মো: আবু তোরাব আলী সরকার।পবিত্র কুরআন মাজিদ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন,বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাও: মুফতি খালিদ সাইফুল্লাহ।     আরও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মাও:নুরুল আমিন,শেখ মো: রফিকুল ইসলাম,সলঙ্গা থানা শাখা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুর মোল্লা, মাও: আব্দুর রউফ,সাংবাদিক আবু হানিফসহ অভিভাবক ও সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য,মুসলিম উম্মার শান্তি কামনা ও প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P