Friday, 18 April 2025, 10:39 AM

বোদা ও দেবীগঞ্জে বাসন্তী পূজা ও পূজা মন্ডব...

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: ই এপ্রিল ২০২৫, রোজ রবিবার—পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা ২০২৫। এই উপলক্ষে পূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে পূজা মন্ডব পরিদর্শনে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।


তিনি পূজা মন্ডবগুলোতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন পূজা উদ্যোক্তা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। তাঁর এই উপহার শুধু আর্থিক সহায়তা নয়, বরং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।


আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন উৎসবগুলো উদযাপন করতে পারে, সেটিই আমাদের কাম্য। আমরা চাই শান্তিপূর্ণ ও সম্মিলিতভাবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটি, সাধারণ মানুষ ও দর্শনার্থীরা তার এ মহতী উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্বাগত জানান। পূজার মন্ডপে ছিল উৎসবের আমেজ, বর্ণিল আলোয় সেজেছিল এলাকা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P