Wednesday, 12 March 2025, 12:36 PM

বরিশালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নথিপত্রসহ দুটি ট্রাক আটকে...

সাব্বির আলম বাবু, প্রতিনিধিঃ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুইটি ট্রাক জব্দ করে কাগাশুরা এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সকলে। শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।


কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শনিবার দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশের দু’টি টিম। পুলিশ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর ট্রাক ভর্তি নথিপত্র তাদের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে।


সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আমি মৌখিক ভাবে তাদেরকে পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলো। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দু’টি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দু’টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকলের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায়।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P