Sunday, 04 May 2025, 11:59 PM

বর্ণিল আয়োজনে বর্ষবরণ করল নীলফেরী সাহিত্য পরিষদ

বিডি নীয়ালা নিউজ(১৪ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৩ কে বরণ করল নীলফেরী সাহিত্য পরিষদ,নীলফামারী এর সাহিত্য প্রেমীরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নীলফামারী পৌরসভা মাঠ থেকে ঢাক ঢোল, ব্যানার, ফেস্টুন, কুলা, ডালি, এবং প্রতিকী বর্ণবৃক্ষ নিয়ে বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

এর পর সেখানে আয়োজন করা হয় পান্তামেলা ও সাহিত্য আড্ডা।মাহমুদ হাসান অয়ন এর সভাপতিত্বে ও শাকিল হাসান চৌধুরীর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় সংগঠনের সদস্যরা সাহিত্যের বিভিন্ন কথা তুলে ধরে বক্তব্যে প্রদান করে।

2016-04-14 18.24.25

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফেরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক রায়,প্রচার সম্পাদক সুমন,নারী বিষয়ক সম্পাদিকা সুমা রায় ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজন প্রমুখ।

এর পর সেখানে সদস্যরা তাদের নিজ নিজ প্রতিভা অনুযায়ী গল্প বলা,অভিনয়, কৌতুক ও স্বরচিত কবিতা আবৃতি করে শোনান।

উল্লেখ্য যে,নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের লুকিয়ে থাকা প্রতিভা গুলোকে জাগিয়ে তুলতে নীলফেরী সাহিত্য পরিষদ “সাহিত্যের সাথে সমৃদ্ধির পথে”- স্লোগান নিয়ে চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P