স্টাফ রিপোর্টার, কুমিল্লা: বরুড়ায় চুরি হওয়া গরু উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খোশবাস ইউনিয়নের বগাবাড়িয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী শাহীনুর আক্তার জানান, গত ২৬ জুলাই রাতে বগাবাড়িয়া এলাকায় তাদের বাড়ি থেকে সংঘবদ্ধ চোরেরা ১টি গরু চুরি করে নিয়ে যায়। চুরির পরপরই ফেসবুকের মাধ্যমে সন্ধান পেয়ে তারা বরুড়া থানায় একটি মামলা করেন। মামলাটি আদালতে গেলে শাহীনুর আক্তার আদালতে গরুটি নিজস্ব মালিকানা দাবি করে প্রমান উপস্থাপন করেন। দীর্ঘদিন মামলাটির প্রক্রিয়া শেষে আদালত শাহীনুর আক্তারের পক্ষে রায় দেয়। রায় পেয়ে চুরি হওয়া গরু বরুড়া থানার প্রশাসন ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে উদ্ধার করে শাহীনুরের হাতে হস্তান্তর করেন বরুড়া থানা পুলিশ।
ভুক্তভুগী আরও জানান, আদালতের রায় পেয়ে গরু উদ্ধার করেও শান্তি নেই। এখনো বিবাদীরা বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে আমার কাছ থেকে গরু নেওয়ার ষড়যন্ত্র করে। আমি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছি না।
মানববন্ধনে বক্তারা বলেন, উদ্ধার হওয়া গরুটির প্রকৃত মালিক শাহীনুর আক্তার। দীর্ঘদিন ধরে আমাদের সামনে গরুটি লালন-পালন করে আসছে। হঠাৎ করে গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর আদালতে প্রমান উপস্থাপন করে গরুটি উদ্ধার করলেও এখনো বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার গরুর মালিক শাহীনুর আক্তার। দ্রুত পুলিশ কার্যকর পদক্ষেপ ও চোর চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শাহীনুর আক্তার, ইউনিয়নের মহিলা মেম্বার, শিক্ষক মো. মান্নান হোসেন, প্রবাসী মো. মাসুদ ভুঁইয়া, কৃষক মো. আলী আহমদসহ স্থানীয় এলাকাবাসী।