Wednesday, 15 January 2025, 02:30 PM

ব্যাংক ও এনজিওর ঋণের টাকা দোকানের মুলধন মাগুড়ায়...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া আকালাীবেচা পাড়ায় অগ্নিকান্ডে গালামালের দোকানের মালামালা পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারী রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায়।


অগ্নিকান্ডে দোকানে রক্ষিত টিভি,ফ্রিজসহ গালামালের বিভিন্ন পন্য সমাগ্রী আগুনে পুড়ে গেছে। দোকানের মালিক মৃত কপিল উদ্দিনের ছেলে বাসারুল ইসলাম জানান প্রতিদিনের নেয় দোকান বন্ধ করে বাড়িতে যাই হঠাৎ খবর পাই আমার দোকানে আগুন ধরেছে এসে দেখি দোকানের টিভি, ফ্রিজ, বিভিন্ন ব্যান্ডের সিগারেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন দোকানটাই আমার একমাত্র রেজগারের পথ বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছি এখন এনজিওর টাকা কিভাবে পরিশোধ করবো কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।


এলাকাবাসী জানায় এটি বিদ্যুৎতের সটসার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে, তাছাড়া দোকানের ভিতরে বন্ধ থাকা অবস্থায় কোন ভাবে বাহিরে থেকে আগুন লাগতে পারে না। অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিটু। ক্ষতিগ্রস্থ পরিবারকে তিনি প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের একবস্তা চাল সহযোগিতা করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হককে জানান।