Thursday, 29 January 2026, 09:19 PM

চান্দগাঁও তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ২...

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি; তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল হিফজ মাদরাসা ও মরহুম বদিউল আলম (রহঃ) এতিম খানার উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৩০ ও ৩১ ই ডিসেম্বর ২৫ ইং পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ২ দিন ব্যাপি বার্ষিক সালানা জলসা যথা যোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের চাঁদগাও খাজা রোডের বাদামতল এলাকার জীবন মিস্ত্রির পাড়ার একটি প্লটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত ওলামায়ে কেরামগন হযরত মুহাম্মদ (দঃ) এর জীবনী আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে পুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, রাসুলুল্লাহ্ নাহ্ (দঃ) এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা। মহতি অনুষ্ঠানে খতমে কুরআন, নাতে রাসুল (দঃ) খতমে গাউসিয়া, খতমে খাজেগান, কসিদায়ে বুরদা, ও নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচনা, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, এতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বাবুল মিয়া ইন্টারন্যাশনাল সোস্যাল অ্যাফেয়ারস আন্তজাতিক সোশাল ব্যক্তিত্ব, প্রফেসর কামাল উদ্দীন আহমদ, জেনারেল সেক্রেটারী আন্তজাতিক শাহাদত-এ- কারবালা মাহফিল পরিচলনা পর্ষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাঈল, এ. এম. আবু তৈয়ব, সাংবাদিক ওয়াসিম প্রফেসর জিয়াউল হক সাংবাদিক হান্নান রহিম তালুকদার চেয়ারম্যান সি এস টিভি চট্টগ্রাম সংবাদ এবং সভাপতি চট্টগ্রাম সাংবাদিক পরিষদ, প্রধান মেহমান ছিলেন হযরতুল আল্লামা ড. মোহাম্মদ জাফর উল্লাহ্ (মাঃজিঃআঃ)প্রফেসর আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা কাজী দিদারুল ইসলাম আনোয়ারী আল কাদেরী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল আল্লামা হাফেজ মুফতি মুহাম্মদ শেফায়েত উল্লাহ ইসলামাবাদী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু বক্কর আল কাদেরী, মাওলানা হাফেজ ক্বারী সৈয়দ ইমাম উদ্দীন আল কাদেরী মাওলানা হাফেজ ক্বারী রহমত উল্লাহ নূরী, মাওলানা জুনাইদ আল-কাদেরী মাওলানা দিদারুল আলম হোসাইনী, মাওলানা আকতার হোসাইন তারেক আল-কাদেরী,শায়ের মুহাম্মদ আব্দুর রহিম কাদেরী, মাওলানা শফিউল আলম কাদেরী, মাওলানা নূরে রহমান জিহাদী,মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সহ - দেশ বরণ্য আলেম ওলামা বুদ্ধিজীবী গবেষক লেখক জাতির বিবেক সাংবাদিক বৃন্দ। মাদরাসার পরিচালনা কমিটির ব্যক্তিবর্গ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, সম্মানিত অভিবাবক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সুশৃঙ্খল ও শান্তি পূর্ণ পরিবেশে সু-সপন্ন হয়। মহ্তি অনুষ্ঠান উদ্বোধক ও সভাপতিত্ব করেন। বিশিষ্ট আলেমেদ্বীন মোজাহেদে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ ক্বারী মুফ্তি মুহাম্মদ তাওহীদুল আলম আমিরী আল-কাদেরী (মাঃজিঃআঃ) প্রতিষ্ঠাতা ও পরিচালক, তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল হিফত মাদ্রাসা ও মরহুম বদিউল আলম (রহঃ) এতিমখানা। ধর্ম বিষয়ক সম্পাদক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। খাজারোড শাখা,চান্দগাঁও, চট্টগ্রাম। উদ্বোধন কালে হাফেজ ক্বারী মাওলানা মুফ্তি তাওহীদুল আলম আমিরী আল-কাদেরী বলেন, সমাজ মাদক মুক্ত ইভটেজিং মুক্ত, সভ্য জাতি গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরসীম, দেশ ও জাতিকে অপ-সাংস্কৃতি মুক্ত শান্তি, শৃঙ্খলা, আদর্শজাতি গঠনে অত্র এলাকার ছেলেমেয়েদের ইমলামিক শিক্ষায় শিক্ষিত উদ্বুদ্ধ হওয়ার জন্য এলাকার ব্যক্তি বর্গ এর প্রতি অনুরোধ জানান। প্রধান অতিথি বক্তব্য কালে মোহাম্মদ বাবুল মিয়া বলেন জীবনে কখনো কোন ইসলামী শিক্ষায় প্রতিষ্ঠিত হওয়া কোন সন্তানের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে যেতে দেখিনি, কোন ইসলামী শিক্ষায় প্রতিষ্ঠিত হওয়া সেই সন্তানের পিতা-মাতাকে অবহেলা করতে দেখা যায়নি পিতা মাতার সাথে বেয়াদবি করতে এখনো পর্যন্ত চোখে পড়েনি তাই তিনি সকলকে ইসলামিক শিক্ষা ও অন্তত একটি সন্তান হলেও ইসলামী শিক্ষায় প্রতিষ্ঠিত করার আহ্বান জানান, এবং বিপদ-আপদে সবসময় অত্র মাদ্রাসার পাশে থাকার জন্য এবং অত্র মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পাঠদানে গতিশীলতা বাড়ানোর জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এবং বক্তারা বলেন থার্টিফার্স্ট নাইটে আতশবাজি গোলটা বাজি বিভিন্ন প্রকার শব্দ দূষণ সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন প্রকার অনৈতিক বিশৃংখল কার্যক্রম থেকে দূর থেকে নতুন বছরকে ইসলামিক কায়দায় বর্ষবরণ করে মানবজাতির কল্যাণ মূখর হওয়ার জন্য আহ্বান জানান

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P