জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ সৈয়দপুর শহরের সাহিত্য সংগঠন ছায়াপথ সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা এবং ছায়াপথ সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান স্থানীয় কয়ামিস্ত্রিপাড়াস্থ আশার আলো ডাম ইউসিএলসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি,) বিকাল ৩ টায় ‘জীবনের প্রতিটি মুহূর্তই সাহিত্য, সাহিত্যই সমাজের প্রতিচ্ছবি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দপুরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, ছড়াকার, গল্পকার, গীতিকার ও সাহিত্যানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়াপথ সাহিত্য পরিষদের সভাপতি রইজ উদ্দিন রকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলের দেশবরেণ…
পাঠ করেন। যথাক্রমে কবি মাহাবুব ইসলাম, খুশিমনি, অনন্য আমিনুল, ডি এম মুজির, পাপড়ি মহন্ত, রাজিব ইসলাম, রাতুল লোহানী, প্রকাশ চন্দ্র রায়, আশরফি চৌধুরী জলি, নির্ভয়, মাহাবুব আলম, মনজুর আলম, চন্দন চন্দ্র মহন্ত, নন্দন চন্দ্র মহন্ত, বাচিকশিল্পী মো. মোমিনুল ইসলাম, উর্দু কবি সালাম সৈয়দপুরী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, বাচিকশিল্পী মো. মোমিনুল ইসলাম ৷