আবুল কাশেম আজাদ: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী জাতীয় সংসদীয় দিনাজপুর - ৪ নির্বাচনী এলাকা (চিরিরবন্দর- খানসামা) উপজেলার চিরিরবন্দর উপজেলার ৬,৯,১০ নং ইউনিয়ন কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চিহ্নিত সন্ত্রাসী ও গূন্ডা বাহিনী দ্বারা বিএনপি'র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদ এ পাকেরহাট খানসামাস্হ শাপলা চত্বর এ ১৬ ই মার্চ ২০২৫ ইং তারিখ সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এ চিরিরবন্দর ও খানসামা এলাকার সর্বস্তরের সকল বয়সের মানুষ , আহত ও আহত পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশ নেয়।
উক্ত মানববন্ধনে ৪ নং সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন ভারাক্রান্ত মনে বলতে চাই গনতন্ত্রে একই আসনে অনেকেই মনোনয়ন পেতে চাইবে এটাই স্বাভাবিক , কারন বিএনপি বৃহত্তর গণমানুষের রাজনৈতিক দল।
যেই মনোনয়ন পাবেন আমি কথা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে কাজ করব ।ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদের্শে যে ৩১ দফা ও দোয়া ইফতার মাহফিলের মত কর্মসূচীর উপর চিহ্নিত সন্ত্রাসীদের কর্মকান্ড সাধারণ মানুষ মেনে নেবে না । কারন ঐসব সন্ত্রাসীরা ৫ ই আগষ্ট পর কথিত ফ্যাসিস্টদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বানিজ্য করেছে, যাহা বিএনপি ও এলাকার বাসিন্দাদের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিএনপি'র সুনাম নষ্ট করেছে।
অন্যান্যদের মধ্য উপজেলা বিএনপির সদস্য মহসিন আলী শাহ , খাইরুল আলম, সাবেক জেলা পরিষদের সদস্য ও জেলা যুব দলের শাহরিয়ার জামান শাহ( নিপুণ), উপজেলা বিএনপির সদস্য ও ৪ নং খামার পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, জাহিদুর রহমান, আবুল জলিল শাহ, ডা: গোলাম মোস্তফা, আব্দুল হাই শাহ, জিয়া পরিষদের আহ্বায়ক রাশেদুল , আসাদুজ্জামান সবুজ আহবায়ক মৎস্য জীবিদল, আব্দুর রউফ আহবায়ক উপজেলা ছাত্র দল , গোলাম কিবরিয়া জিহাদ আহবায়ক ইউনিয়ন বিএনপির , ছাত্র দল , বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।