Thursday, 26 December 2024, 09:06 PM

চিকিৎসায় নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি। প্রাণীকোষ কী করে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেই গবেষণার জন্য নোবেল পেলেন তিনি।
সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট ইয়োশিনোরি ওশুমির নাম ঘোষণা করে। এসময়ে নোবেল কমিটি বলেছে, ক্যান্সার থেকে শুরু করে পারকিনসনস রোগের কারণে শরীরে কি ধরণের পরিবর্তন হয় তা বুঝতে ইয়োশিনোরি ওশুমির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছর নোবেল কমিটি তিনজনকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেয়। এ বছর ইয়োশিনোরি ওশুমি একাই এ পুরস্কার পেলেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বি/এস/এস/এন