উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমত হোসেন কে প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর )দুপুর ১২ টারদিকে. উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম রেজা উজ্জ্বল সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মোঃআসমত হোসেন।, বিদায়ী ইউএনও মোঃ আসমত হোসেন তার বক্তব্যে বলেন, ‘এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে।সর্বোচ্চ পেশাদারি বজায়রেখে কাজ করত বিভিন্ন মিডিয়ায় কর্মরত ও উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন
এ সময় প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা বক্তিৃতা করেন,প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেনছাব্বির,শিপনভুইয়া শচীন্দ্রনাথ মন্ডল, মামুনুর রশীদ,রুহুল আমীন,আবুল বাশার সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউএনও মোঃ আসমত হোসেনের প্রশাসনিক দক্ষতা, দুণীতির বিরুদ্ধে দৃড় অবস্হান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশাংসা করেন। তাঁরা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি দাকোপ কে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন।প্রেসক্লাব এর পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।