মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫শে মার্চ বিকাল ৪টায় গীণ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিদ আল ইসলাম, পঞ্চগড় জেলা জামায়াতের মানবসম্পদ, মিডিয়া-সাংবাদিকতা-প্রচার, তথ্য ও আই.টি. বিভাগ সেক্রেটারি। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হুসেইন।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সাংবাদিক, কলামিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। এছাড়াও জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা সাংবাদিকতার গুরুত্ব, তথ্যের সঠিক প্রচার এবং দেশের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।