বিডি নীয়ালা নিউজ(১২ই ফেব্রুয়ারী ১৬)-বিনোদন ডেস্কঃ ভালোবাসা দিনের আর মাত্র দু’দিন বাকি। প্রেমিক প্রেমিকাদের উৎসবের এখনই সময়। তাই সময় নষ্ট না করে দীপিকাকে সারপ্রাইজ দেওয়ার তোড়জোর শুরু করে দিয়েছেন প্রেমিক রণবীর সিং। প্রেমিকা দীপিকার সঙ্গে দেখা করতে দীপিকার টোরোন্টোর সেটে পৌঁছে গেছেন তিনি।
সেখানে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন এক সাংবাদিক। দীপিকা এখন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শুটিং সেট থেকে যে হারে ছবি পোস্ট হচ্ছে, তাতে বোঝাই যায়, দীপিকার জীবনে এখন শুধু কাজ আর কাজ। একটুও অবসর নেই। কিন্তু তাই বলে রণবীর সিং তো আর ভ্যালেন্টাইনস ডে-র মতো একটা বিশেষ দিনে দীপিকাকে ছেড়ে থাকেন পারেন না। তাই তিনি সোজা পাড়ি দিয়েছেন টোরোন্টোয়। শোনা গেছে, দীপিকাকে ওই বিশেষ দিনটিতে ডেটে নিয়ে যাওয়ার জন্যই নাকি রণবীরের এই উড়াল দেয়া।