কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী);
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুড়া উচ্চ বিদ্যালয়ে ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় আসছেন বাংলাদেশ অর্ন্তবর্তীকালিন সরকারের পরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক ঘনিষ্ট সুত্রে জানাযায় পরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন শৈশবের স্মৃতিচারণার অংশ হিসেবে তিনি মাগুড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বন্ধু মহল সহ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করবেন। উল্লেখ্য যে, তৌহিদ হোসেন নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড"হোসেন নগর" গ্রামে ১৯৫৫ সালের ১ ফেব্রæয়ারী জন্মগ্রহন করেন। পিতা আব্দুল মান্নান মাগুড়া ইউনিয়নের কাস্টমস এক্্রাইজের একজন বড় কর্মকর্তা ছিলেন। পিতার চাকুরীর সুবাদে মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাগুড়া উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনি পর্যন্ত পড়াশুনা করেন এবং তাঁর শৈশব মাগুড়া কাটেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তৌহিদ হোসেন ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ বিভিন দপ্তরের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেন। পরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আগমনে মাগুড়া উচ্চ বিদ্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ।