Friday, 11 April 2025, 11:57 AM

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু হয়েছে

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।

আজ বুধবার সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়,বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।

আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা, বিএনপি-জামায়াত সমর্থিত নীল ও নিরপেক্ষ হিসেবে সবুজ প্যানেলের ব্যানারে ২৭টি পদের বিপরীতে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মূল লড়াই হবে মূলত আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের মধ্যে। সবুজ প্যানেলের বিভিন্ন পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের তেমন প্রচারণা নেই।

এবার আইনজীবীর সংখ্যা বাড়লেও ভোটার সংখ্যা গতবারের চেয়ে ৩২২ জন কম। সমিতির চাঁদা নিয়মিত পরিশোধ না করায় প্রায় সাতশ’ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এবার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫০ জন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P