Sunday, 22 December 2024, 07:49 AM

ঢাকাস্থ চিলাহাটি সমিতি কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ চিলাহাটি সমিতি, ঢাকার ২০২৪-২০২৬ সালের জন্য কমিটি গঠন  করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর), রাজধানীর এলিফেন্ট রোড ট্রপিক্যাল সেন্টারে সন্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।


সম্মেলনে বদরুল আহসান প্রধান, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, শাহ মো: আহসান হাবিব জুয়েল, সিনিয়র সাংবাদিক একে সামসুজ্জোহা প্রামানিকের পরিচালনায় উপস্থিত  সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় । 


নতুন কমিটিতে যাদের স্থান হলঃ সভাপতি- ইঞ্জিনিয়ার রানা জাকি হোসেন; সহ-সভাপতি -মোঃ মোতালেব হোসেন (রঞ্জু), মোঃ মশিউল আজম (রিপন) ও মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট  রাশেদুজ্জামান  বসুনিয়া (লাবু);  যুগ্ম সাধারণ সম্পাদক -তাজুল ইসলাম, নায়েব উল ইসলাম (রিপন), ফাইয়াজুস সালেহিন (প্রতিক), হুমায়ূন কবির (হিমু), সাংগঠনিক সম্পাদক -মোঃ আতিউল ইসলাম প্রামাণিক (বাবু), যুগ্ম সাংগঠনিক সম্পাদক -মোঃ সাদিক সাকলায়েন (সৌরভ); অর্থ সম্পাদক মোঃ ফরহাদ রেজা (আপেল); প্রচার সম্পাদক -সাকলায়েন সুমন ; সহ প্রচার সম্পাদক-মোঃ আফজালুল হক প্রামাণিক (সাদ্দাম); দপ্তর সম্পাদক-মোঃ মিজানুর রহমান (লিপন), উপ দপ্তর সম্পাদক -মোঃ ওয়াহেদুজ্জামান  রাশেদ ও মোঃ রাফি সাকীব; সমাজকল্যাণ সম্পাদক -মোঃ মুনতাসির জামান (মুন); ত্রাণ সম্পাদক -মোঃ আসিফ আলমাস শোভন’; সহ ত্রাণ সম্পাদক -মোঃ আসাদুজ্জামান কামাল; মহিলা বিষয়ক সম্পাদক -সাজিদা শিবলী; সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক - শায়েলা শারমিন পূষন; ক্রীড়া বিষয়ক সম্পাদক -মোঃ মমিনুল ইসলাম; সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক -মোঃ রাহেবুল ইসলাম (রানা); তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মোঃ হাসিবুল কবির (হাসিব); শিক্ষা বিষয়ক সম্পাদক -মোঃ মোশফিকুর রহমান; ধর্ম বিষয়ক সম্পাদক ; মোঃ ইছা আলী; শ্রম বিষয়ক সম্পাদক -মোঃ মজিবুল হক।


কার্যনির্বাহী সদস্যঃ আবুল কালাম  সামসুজ্জোহা প্রামাণিক, তরিকুল আহসান সরকার (ডাবলু), রেবেকা সুলতানা, রাকিবুল হাবিব বসুনিয়া, সাবেরা-ই-সবুর ফেন্সী, তারিকুল হাবিব বসুনিয়া, মিজানুর রহমান মিল্টন, মোসাদ্দেক হোসেন চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইমামুর রশিদ আহাদ