বিডি নীয়ালা নিউজ(১৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ দর্শক মাতাতে ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার কারিনা কাপুর খান।
আগামী ১২ ফেব্রুয়ারি ‘বলিউড কুইন নাইট’ শিরোনামের এক সাংস্কৃতিক আয়োজনে যোগদান করার কথা রয়েছে তার।অনুষ্ঠানটি আয়োজন করেছেন অন্তর শোবিজ। জানাগেছে, শুধু কারিনা নন, এই আয়োজনে অংশ নিতে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরও আসছেন ঢাকায়।ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে গভীর রাত অবধি। এ বিষয়ে কারিনা এক ভিডিও বার্তায় বলেন, ‘ঢাকায় আসছি, ১২ ফেব্রুয়ারি।’ আপনাদের সঙ্গে দেখা হবে।