Thursday, 29 January 2026, 05:07 PM

ধানের শীষ প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণা...

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপথের লড়াকু সৈনিক,নির্যাতিত নেতা ভিপি আয়নুল হক। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তাড়াশের শাহ সুফি জিন্দানী (রহ:) মাজারে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা থানার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ,বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সাথে নিয়ে নওগাঁ জিন্দানী কলেজ মাঠের নির্বাচনী জনসভা থেকেই গণসংযোগ শুরু করেন।এরপর তিনি হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের মিছিলসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়। ​গণসংযোগ শুরুতেই ভিপি আয়নুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চান এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।এ সময় প্রার্থী বলেন,নেতা হওয়ার আশায় নয়,আমার নির্বাচনী এলাকা (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা)র জনগণের সেবা করতেই মাঠে নেমেছি এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছি।মাজার জিয়ারত ও জনসভার স্থলে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজে মুখরিত হয়ে পড়ে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P