Sunday, 22 December 2024, 12:50 PM

ডিমলায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের বসবাসরত বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক চৌধুরী আর নেই। ৬-ডিসেম্বর শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মরহুম রেজানুল হক বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। বাদ আছর ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিদষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, আব্দুল মজিদ, মোফাজ্জল হোসেন, আবদার রহমান, সাইফুর রহমান, আবুল কাশেম প্রমুখ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পাভেজ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, সাংবাদিক জাহাঙ্গীর রেজা, আসাদুজ্জামান পাভেল প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধা রেজানুল হক চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্থানে নিয়ে দাফন করা হয়।