Friday, 11 July 2025, 01:34 AM

ডিমলায় জাতীয় পার্টির জনসভার প্রস্তুতি সভা অনুষ্টিত

বিডি নীয়ালা নিউজ(১৪ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী ডিমলা উপজেলার নাউতারায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্টিত। আগামী ১৭ তারিখ বুধবার ডিমলায় সফরে আসছেন সাবেক এমপি আশিব শাহরিয়ার রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক, নীলফামারী-১ আসেনর সাবেক সংসদ সদস্য ব্যবসায়ী জগৎ-এর লায়ন আলহাজ্ব জাফর ইকবাল সিদ্দিকী, মাহ্বুব আলী বুলু যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি নীলফামারী, শাহ্জাহান আলী চৌধুরী যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি ও সভাপতি নীলফামারী জেলা জাতীয় পার্টি মটর শ্রমিক মালিক সমিতি।


জানা যায় ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত পদ প্রার্থী হিসেবে ডিমলা উপজেলার টেপা খাড়িবাড়ী ইউনিয়ন, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, খালিশা চাপানী সহ নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন এর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন। উপজেলা জাতীয় পার্টির সূত্রে জানা যায় বুধবার বিকালে নাউতারা আবিউন নেছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে নাউতারা শাখা জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।


জনসভাকে সাফল্য মন্ডিত করার জন্য নাউতারা ইউনিয়ন পরিষদ হল রুমে শুক্রবার বাদ মাগরিব নাউতারা ইউনিয়ন জাতীয় পার্টির আলহাজ্ব জবেদ আলীর সভাপতিত্বে এক প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ডিমলা উজেলা সিনিয়র সহ সভাপতি জাকারিয়া হোসেন রাজু, সাধরন সম্পাদক আলহাজ্ব রফিজুল ইসলাম চেয়ারম্যান ডিমলা সদর, দপ্তর সম্পাদক শুকুর আলী, চেয়ারম্যান নাউতারা মোশারফ হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য আজিজার রহমান সমাজ সেবক, সাইদুল ইসলাম, মকছেদুল মোমেনীন, মহাসিন আলী, মজিদুল ইসলাম, বদিউজ্জামান বদি, রনজিৎ চন্দ্র রায়, আবুল কাশেম সভাপতি ফেডারেশন, শিক্ষক শ্রী ভবানী চন্দ্র রায়, সহ জাতীয় পার্টির ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P