জয়নাল আবেদীন হিরো, নীলফামারী) জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস দল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে ইজিবাইকে থাকা ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর ০৭, তারিখ-১৬ ফেব্রুয়ারি ২০২৫ইং দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।