Friday, 11 July 2025, 09:28 AM

ডিমলায় তিন দিন ব্যাপি মঙ্গা মিটিগেশন প্রকল্পের ডেইরী...

বিডি নীয়ালা নিউজ(৩ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় বৃহস্পতিবার(৩ মার্চ) সকালে বে-সরকারী সংস্থা ব্রীফ এর মঙ্গা মিটিগেশন প্রকল্পের ডেইরী মেলা/১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।


বাংলাদেশ রুরাল ইমপ্রুমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ) এর বাস্তবায়নে এবং মেনোলাইট সেন্ট্রাল কমিউনিটি (এমসিসি) বাংলাদেশ এর সহযোগীতায় ও মঙ্গা মিটিগেশন প্রকল্পের আওতায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী হেলিপড মাঠে বিগত ৯ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে প্রকল্পের কর্তৃপক্ষ জাানিয়েছে।


তিন দিন ব্যাপি এ মেলায় শুভ উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভায় উপজেলার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ্জ ডাঃ মোঃ হান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত বে-সরকারী সংস্থা ব্রীফ এর প্রকল্প পরিচালক আহসান হাবিব, উপজেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রকল্পের ভ্যাটেনারী সার্জন ডাঃ শাহাজাহান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ খালেক প্রমুখ। উল্লেখ্য মেলায় উপজেলার  বিভিন্ন দপ্তরের ১৫টি স্টল শোভা পেয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বে-সরকারী সংস্থা পল্লী শ্রীর রি-কল প্রকল্প, আরডিআরএস-বাংলাদেশ, গ্রামীণ শক্তি, মানব কল্যান সংস্থা উল্লেখযোগ্য। মেলায় ডেইরী মেডিসিন কর্ণার হিসেবে ৮ টি স্টল দেখা গেছে।


ডেইরী মেলার আয়োজন এবারেই শেষ। দীর্ঘদিন ধরে প্রকল্পটি উপজেলায় চলমান থাকলেও চলতি বছরের আগষ্ট মাসেই মেয়াদ শেষ হবে বলেও কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P