আগামী ডিসেম্বরে দেশে পাঁচ কোটি ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) আসার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, বর্তমানে আমাদের হাতে এক কোটি ৮১ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে।আশা করছি, অক্টোবর ও নভেম্বর মাসে আরও ভ্যাকসিন এলে সেটি দাঁড়াবে পৌনে চার কোটি ডোজে। আর শুধু ডিসেম্বরে আসবে পাঁচ কোটির বেশি করোনা ভ্যাকসিন।
আশা করি, জানুয়ারিতে আমরা বেশির ভাগ মানুষকে করোনা ভ্যাকসিন দিতে পারব, যোগ করেন মন্ত্রী।
রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ban/N