Wednesday, 09 April 2025, 12:18 AM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দেয় আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিউলের পশ্চিম জেলা আদালত তদন্তকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করা হয়।


দক্ষিণ কোরিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকারী সংস্থা অফিস ফর হাই-র‍্যাঙ্কিং অফিশিয়ালও (সিআইও) বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। দেশটির পার্লামেন্টে অভিশংসিত হওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন আরোপের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল।

দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ সিআইওকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেপ্তারি পরোয়ানা ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ধারণা কলা হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করা হলে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে। তবে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কখন বা কীভাবে কার্যকর হবে তা এখনো অস্পষ্ট। গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করার বিষয়ে আদালতের যুক্তি সম্পর্কে সিআইও কোনও মন্তব্য করেননি।

আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইউন সুক-ইওলের বিরুদ্ধে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, বিদ্রোহ একটি গুরুতর অভিযোগ। এই অভিযোগে অভিযুক্ত হলে দেশটির প্রেসিডেন্ট কোনো ধরনের অভিশংসন সুরক্ষা পান না।

সূত্র : রয়টার্স

kal/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P