কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ৮ মার্চ ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়, র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসনিক চত্তরে কাছে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মৌসুমী হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান,উপজেলা স্কাউট এর সহ-সভাপতি ও সরঞ্চাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ ও মাগুড়া মাস্টারপাড়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম (ভারপ্রাপ্ত), স্কাউট এর সহকারি কমিশনার আব্দুল ওহাব, মাগুড়া উচ্চ সংলগ্নস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা স্কাউটস এরসহকারি কমিশনার রুপিন আখতার, ইউনিট লিডার ও মাগুড়া খামাত পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাদুল করিম আজাদ, আহিশিম আনছারী, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত হোসেন, সহকারি শিক্ষক গোলাম রব্বানী,স্কাউট এর ইউনিট লিডার ও দলিরাম দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক চন্দন কুমার রায়, উপজেলা স্কাউটস গ্রæপের সভাপতি ও কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমূখ। ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ উপজেলা শাখা,নীলফামারী।