Friday, 05 December 2025, 12:03 PM

দলে দুর্বৃত্তদের ঠাঁই নেই: পাইকগাছায় বিএনপি নেতা ড....

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।”

সোমবার বিকেলে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ড. রিপন বলেন,গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ৫ আগস্টে গণআন্দোলনের মুখে তাদের পতন ঘটে।তিনি আরও বলেন, “এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ভবিষ্যতে বিএনপিতে দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীদের কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।


ভবিষ্যতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় বসাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।পিআর পদ্ধতিকে দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য মন্তব্য করে তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, “তারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ইহুদি পদ্ধতির ‘পিআর’ নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত আছে, কিন্তু এদেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।”সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারি হেলাল।


সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত ও সদস্য সচিব নাদিমুজ্জামান।


সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যুবনেতা রুস্তম আলী ও আনোয়ারুল ইসলাম।এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P