Thursday, 26 December 2024, 09:11 PM

ডোমারে নারী ও শিশু স্বাস্থ্য রক্ষা বিষয়ক কর্মশালা

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা পরিষদ হল রুমে, এ সভার আয়োজন করে ল্যাম্প বাংলাদেশ ডোমার প্রকল্প শাখা। অনুষ্ঠানটির কারিগরি সহায়তা করে প্লান বাংলাদেশ এবং অর্থায়ন করে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহযোগীতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে ব্কৃতা দেন ডোমার পৌরসভার মেয়র মনছুরল ইসলাম, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়, প্লান বাংলাদেশের রংপুর বিভাগের কর্মসূচি ব্যস্থাপক ডা. হৃষিকেশ সরকার, ল্যাম্পের কারিগরি সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমূখ।