সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে।বাজারে নিত্য পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলেও উল্লাপাড়ায় সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে প্রতি বছরই রমজানে নিত্য পণ্যের দাম বেড়েই চলে।পবিত্র এ রমজান মাসে কতিপয় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে। তারা নিজেরা মনে করে এ মাস হলো অথিক মুনাফা লাভের মাস।তারা মনে করে এ মাসটিতেই দাম বেশি নেয়ার সুযোগ।কাঁচা বাজারের কোন দোকানেই পণ্যের মুল্য তালিকা নেই।ভোক্তা অধিকার বা প্রশাসনের মনিটরিং না থাকার কারনে ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহন করছে বলে দাবী করেন ভুক্তভোগী মহল।রমজানের আগের দিন পর্যন্ত উপজেলার বোয়ালিয়া, পাঁচলিয়া,বড়হর, সলঙ্গা বাজারে লেবুর কেজি ছিল ৭০-৮০ টাকা। রমজানের প্রথম দিন হতে সেই ইফতারী শরবত লেবুর দাম এক লাফে প্রতি কেজি ১২০-১৩০ টাকা বিক্রি শুরু হয়েছে।এমনি ভাবে কাঁচা মরিচ ৪০ হতে ৬০ টাকা,আলু ২০ হতে ২৫ টাকা,আদা ৯০ হতে ১২০ টাকা, টমেটো ১৫ হতে ৩০ টাকা,বেগুন ৪০ হতে ৬০ টাকা,শসা ২০ হতে ৪০ টাকা,করোল্লা ৭০ হতে ১০০ টাকা,সিম ১৫ হতে ৩০ টাকা,গাজর ২০ হতে ৩০ টাকা,পেয়াজ ৩০ হতে ৪০ টাকা,মিস্টি কুমড়া ২৫ হতে ৩৫ টাকা,ঢেড়শ ১০০ হতে ১২০ টাকা,পোটল ১০০ হতে ১২০ টাকা।শুধু লেবু,আলু, বেগুন,পেয়াজই নয়,দাম বেড়েছে আঙ্গুর,তরমুজ,বেদানা,আপেল, কমলা,পেয়ারা, শসা,খিরা ও কলার। অস্বাভাবিক দামে দুর্ভোগে পড়েছে রোজাদাররা।দ্রব্য মুল্য বৃদ্ধিতে চাকরিজীবি,অর্থশালীদের সমস্যা না হলেও নিম্ন ও মধ্যবিত্তরা দিশেহারা পড়েছেন।বাজারে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভুক্তভোগীরা অনতি বিলম্বে বাজার মনিটরিং এর দাবী জানিয়েছেন।