Sunday, 22 December 2024, 08:09 AM

‘ডুব’ ছবির শুটিং-এ ঢাকায় ইরফান খান

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা ইরফান খান।


বুধবার বেলা ১১টা ২৩ মিনিটে জেড এয়ারওয়েজের বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন।


‘ডুব’  ছবিতে ইরফানের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে এই চলচ্চিত্রের দৃশ্যায়নের কাজ। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।


বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিতে আরও অভিনয় করবেন,  রোকেয়া প্রাচী,  নাদের চৌধুরী,  পার্ণো মিত্র প্রমুখ।