Tuesday, 29 July 2025, 02:46 PM

দুদকে হাজির উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস

তদবির বাণিজ্যে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য উপস্থাপন করতে দুদকে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।


বৃহস্পতিবার (২২ মে) সকালে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে জবাব দিতেই তিনি হাজির হয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।


তদবির বাণিজ্যে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ২২ মে দুদকে তলব করা হয়।


এর আগে গত ২৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানান উপদেষ্টা আসিফ।

আসিফ মাহমুদ বলেন, যেহেতু এখন তিনি (মোয়াজ্জেম) মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি একজন স্বাধীন ব্যক্তিসত্তা। সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন।


উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ। এরপর গত ১৪ আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি।

jug/n 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P