Sunday, 22 December 2024, 01:46 PM

এবার বাস-ট্রাকের মাঝে পড়ে প্রাণ গেল মোটরসাইকেলের ৪...

ডেস্ক রিপোর্টঃ নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডালিম (৩২), হাসেন (৩২), সোহাগ (২২) ও ইয়ামিন (১৯)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে বেপরোয়া দুই বাসের চাপায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।