ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ছবির আরও একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‘রিম ঝিম’ শিরোনামের এই গানটিতে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে রয়েছেন হালের আলোচিত অভিনেত্রী বুবলি।
রবিবার বিকালে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রায় এক ঘণ্টার ব্যবধানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ১১ হাজার দর্শক গানটি দেখে ফেলেছেন। দেড় হাজার লাইকের পাশাপাশি ইতোমধ্যে কমেন্ট পড়েছে প্রায় ৩০০।
এর আগে, ‘ঘুম আমার’ শিরোনামে রংবাজ ছবির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই গানটি প্রায় ১৭ লাখ দর্শক দেখে ফেলেছেন।
প্রসঙ্গত, ‘রংবাজ’ ছবিতে শাকিব-বুবলি ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, অমিত হাসান, নতূন ও শিবা সানু।