Thursday, 26 December 2024, 09:49 AM

ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি

বিডি নীয়ালা নিউজ (১৩ই সেপ্টেম্বর, ২০১৬)-ডেস্ক রিপোর্টঃ আজ ঈদ-উল- আযহার দিন,  সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে তা কমার সম্ভাবনা নেই। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ কথা বলেন।

গত সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল।