জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলাফলের দাবিতে আন্দোলন করছেন ফলপ্রত্যাশীরা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তাঁরা এক দফা দাবি নিয়ে আজ রোববার সকাল থেকে মিছিল করছেন। ‘রেজাল্ট চাই রেজাল্ট চাই, আজকেই রেজাল্ট চাই’, ‘এক দফা এক দাবি, রেজাল্ট নিয়ে ফিরব বাড়ি’—এসব স্লোগান দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। এসব দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে পিএসসির সামনে অবস্থান নিয়ে আছেন ফলপ্রত্যাশীরা।
পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ফল রেডি হচ্ছে। কোটা বদল হয়েছে। সেই অনুসারে সফটওয়্যার কমান্ড বদলাতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টরের ৪৪ ক্যাটাগরির পদে একেকজন চার থেকে পাঁচটা পদে ভাইভা দিয়েছেন। সাত হাজারের বেশি প্রার্থী ভাইভা দিয়েছেন। এতজনের তথ্য বিশ্লেষণের কাজ আছে। এগুলো করতে কিছুটা সময় লাগবে। আমরা আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধাশীল। তাঁদের ধৈর্য ধরার অনুরোধ জানাই।’
Login To Leave a Comment