Friday, 05 December 2025, 12:02 PM

একটি বাইপাস গাড়ী ঢুকানোকে কেন্দ্র করে শ্রমিক নেতাকে...


কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি;

রংপুর মালিকের একটি বাইবাস গাড়ী ঢুকানোকে কেন্দ্র করে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাগুড়া উপকমিটির এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে নীলফামারীর পাগলাপীর-ডালিয়া সড়কসহ কিছু সড়কে বাস চলাচল দুই দিন ধরে বন্ধ ঘোষনার ডাক দিয়েছেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গত রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত পাগলাপীর-ডালিয়া সড়কসহ বেশ কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জানাগেছে ঢাকাসহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জানান আমাদের জেলার একটি গাড়ীকে রংপুর মালিক সমিতি ফেরৎ দিয়েছে যার ফলে আমরা আমাদের জেলায় তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছি। অনিদ্রিকালের জন্য বাস চলাচল বন্ধ এটি তিনি অস্বীর করে বলেন আমাদের জেলায় বাস চলাচল করছে তবে রংপুর মালিকের বাস চলাচল বন্ধ বয়েছে। নীলফামারী জেলার মালিক গ্রæপের চেইন মাস্টার আব্দুর রশিদ বলেন রংপুর জেলার কয়েকজন মিলে একটি বাইবাস গাড়ীর মালিক তাদের গাড়ীটি নীলফামারী জেলায় অনুমতি ছাড়াই চালানোর ঘটনায় মাগুড়া উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে রংপুর মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী শ্রমিক নেতা সফিকুলকে মারধর করেন। মারধরের এক পর্যায় স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং বিষয়টি জেলা কমিটিকে জানান। উক্ত ঘটনার কোন সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ার ফলে রংপুর মালিক সমিতির চলাচলরত সকল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকার ফলে যাত্রী সাধরনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক যাত্রীর সাথে কথা হলে তারা জানান প্রতিনিয়ত আমাদেরকে জলঢাকা থেকে বাস যোগে রংপুর যেতে হয় কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিরম্বনার স্বীকার হচ্ছি বাড়তি ভাড়া দিয়ে সিএনজি অথবা অটোবাইকসহ বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে করে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন বিষয়টি নিয়ে আজকে সোমবার বসার কথা রয়েছে। সমস্যা সমাধান হলে মঙ্গলবার থেকে বাস চলাচল স্বাভাবিক থাকবে। 


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P