Wednesday, 07 May 2025, 01:06 PM

এনডিপি চেয়ারম্যানের শয্যা পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি, মারুফ সরকার: অসুস্থ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা’র সর্বশেষ শাররিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

অসুস্থ এনডিপি চেয়ারম্যানকে দেখতে ও শাররিক অবস্থার খোজ খবর নিতে হলি ফ্যামেলি হাসপাতালে উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রধান নির্বাহী আবু লেইস মুন্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুরুজ, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস চেয়ারম্যান শেখ শহীদুজ্জামান, বাংলাদেশ জনতা লীগ চেয়ারম্যান শেখ ওসমান গনি বাবুল, বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ চেয়ারম্যান এস আল মামুন, বাংলাদেশ তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান জসিমউদ্দিন জয়, প্রেসিডিয়াম সদস্য রুবি আহমেদ, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন, মালয়শিয়া সভাপতি পারভেজ আহমেদ, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দপ্তর সম্পাদক আর কে রিপন, কুমিল্লা জেলা সভাপতি পারভেজ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

তারা মোর্ত্তজার শাররিক অবস্থার ও চিকিৎসার বিষয়ে অবগত হন ও চিকিৎসার খোজ খবর নেন।  

এসময় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ-সহ পরিবারের সদস্যবর্গ।

উল্লেখ্য, গত বেশ কয়েক দিন যাবৎ এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধিন ছিলেন।

শনিবার হঠাৎ করেই শাররিক অবস্থার অবনতি ঘটলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি অধ্যাপক ডা. বোরহান উদ্দিন খানের তত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন এবং হাসপাতালের ভিআইপি সুট-১ কেবিনে অবস্থান করছেন।

এদিকে তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ, ৭১ মিডিয়া ভিশন, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন, স্বাক্ষর ফাউন্ডেশন, ঝংকার শিল্পী গোষ্ঠী, অনন্যা সোস্যাল ফাউন্ডেশন, বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশন, জাতীয় গণমুক্তি আন্দোলন, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদসহ প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P