Sunday, 22 December 2024, 01:51 PM

এস.এম ইউসুফ-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস.এম ইউসুফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আওয়ামী লীগ সভাপতি আজ এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হওয়ার পর আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার ক্ষেত্রে মরহুম এস.এম ইউসুফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী, নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিককে হারাল।


শেখ হাসিনা বিবৃতিতে মরহুম এস.এম ইউসুফ-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


এস.এম ইউসুফ আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর চট্টগ্রাম আঞ্চলের কমান্ডার ছিলেন। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।


বি/এস/এস/এন