Monday, 10 March 2025, 01:12 PM

এ্যাডভোকেট মাসুদ তালুকদারকে সৈয়দপুরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার কে সৈয়দপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ব্যক্তিত্ব সৈয়দপুরের কৃতি সন্তান শেখ সাদ কমপ্লেক্স ও রয়েল ইফা গ্রুপের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সৈয়দপুর বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন, শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু, বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। মাসুদ তালুকদারের সফর সঙ্গী ঢাকা হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট হারুন অর রশিদ, এ্যাডভোকেট আবুল কালাম খান।


বিমানবন্দরে এ্যাডভোকেট মাসুদ তালুকদার সংবাদকর্মীদের বলেন, রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। বিলম্বে হলেও অন্তবর্তীকালীন সরকারের বোধোদয় হয়েছে। একারণে গতকাল নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে নির্বাচন দেয়ার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে।


তিনি বলেন, স্থানীয় সরকার মুলত জাতীয় সরকারের সহযোগী। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বিষয়টি না বুজেই বলছে। দেশকে সঠিক পথে নিতে হলে এধরণের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। 


আর বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপি'র প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনে সহযোগীতা করবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোন সমস্যা মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।


পরে অতিথিবৃন্দ সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে অতিথিদের লাল গালিচা সম্মাননা ও আপ্যায়ন করানো হয়। এরপর বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা করেন। 

1 Comments

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P