Tuesday, 11 March 2025, 02:34 AM

ফাঁস হয়ে গেল পরী মনির অতীত!

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)- বিনোদন ডেস্ক: ফাঁস হয়ে গেল পরী মনির অতীত। গুঞ্জনটা অনেকদিন ধরেই ভর করছিল হাওয়ায়। রূপালীজগতে পা ফেলার আগে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরী মনি। ভোলার ইসমাইল জন নামে জনৈক তরুণকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। যদিও নাম তখন তার স্মৃতি মনি।


সূত্র বলছে, সময়টা আনুমানিক ২০১০। সে বছরই বিয়ে করেন তারা। কিন্তু পরী মনিকে মেনে নেয়নি ইসমাইল জনের সম্ভ্রান্ত পরিবার।


মিডিয়ায় কাজের ব্যাপারে আগ্রহটা বরাবরই ছিল পরীর। বিয়ের পরও সুন্দরী পরী স্বামীকে চাপ দিতে থাকেন মিডিয়ায় কাজের সুযোগ করে দিতে। সে সূত্রে নানা পরিচালকের কাছে ধর্ণা দিতে থাকেন ইসমাইল। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক নাট্য পরিচালকের কাছ থেকে জানা গেলো এসব তথ্য।


রোববার সকালে হঠাৎ হৈ চৈ; পরী মনির সাবেক স্বামীর ছবি ফাঁস হয়ে গেছে! ঘটনা অনুসন্ধানে জানা গেলো, ইসমাইল জনের বন্ধু অনিক আব্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন পরী মনির অতীত জীবনের কিছু ছবি। তাতেই সোরগোল।


আব্রাহীম ছবিগুলো প্রকাশের পাশাপাশি লিখেছেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার wife সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলচিত নাইকা পরি মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্ন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দিধাভোদ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু সেয়ার করলাম।’


এদিকে, ছবিগুলো প্রকাশের পরপরই টক অব দ্য মিডিয়া হয়ে পড়ে বিষয়টি। তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


তবে এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরী মনিকে বারবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। জানা যায়, পরী মনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। বিশ্রাম নিচ্ছেন বাসায়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P