বিডি নীয়ালা নিউজ(২০ই এপ্রিল১৬)-বিনোদন ডেস্কঃ ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবি।
যার গল্প একজন সুপারস্টার আর তার ভক্ত নিয়ে। দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। সুপারস্টার চরিত্রে অভিনয় করতে গিয়ে সমস্যা না হলেও ভক্তের চরিত্রে বেশ ভালোই সমস্যা হয়েছে।
কারণ সেই ভক্তের চরিত্র ছিল পঁচিশ বছরের যুবকের। পঞ্চাশ বছরের শাহরুখের জন্য পঁচিশ বছরের যুবক সাজা কষ্ট হলেও এটি করে দেখিয়েছেন তিনি। কিং খান বলে কথা। তার পক্ষে তো এটা করা কোন বিষয় ছিল না। তবে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়েছিল।
আর সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে যশ রাজ ফিল্মসের ইউটিউবে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখকে এই পঁচিশ বছরের যুবক বানানোর জন্য কতো কিছুই না করতে হয়েছে। মুক্তি পাওয়া ছবিটি তিন দিনেই আয় করেছে ১০০ কোটি। এখনও চলছে সগৌরবে। ছবিটি মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে শাহরুখ খান।