বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী১৬)-বিনোদন ডেস্কঃ ‘দুনিয়া কি সাব সে বারা সুপারস্টার কা সাব সে বারা ফ্যান’ দেখা যাবে ‘ফ্যান’ ছবিতে। শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’ এ সবচেয়ে বড় সুপারস্টারের সবচেয়ে বড় ভক্ত এমন গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। যেখানে দুই চরিত্রেই রয়েছে বলিউড কিং শাহরুখ খান। আর এই ছবির প্রথম গান আজ মুক্তি পেল ইউটিউবে। অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছে সারা বিশ্ব। জনপ্রিয়তা তো সবকিছুকেই ছাড়িয়ে গিয়েছে আগেই। আর আজ ছবির গান মুক্তির পর আবারো যেন সেটি প্রমাণ করলেন তিনি। ‘জাবরা ফ্যান’ শিরোনামের গানটি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার জীবনের অন্যতম এক সেরা ছবি হতে যাচ্ছে ‘ফ্যান’। আজ তার প্রথম গান দেখে যেন তারই সংকেত দিচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন মনীষ শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে হয়েছে এই ছবি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৫ এপ্রিল।